সিন্ধুতে হয় পানি বইবে, নাহয় ভারতীয়দের রক্ত: বিলাওয়াল ভুট্টো

অনলাইন ডেক্স

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পর্যটক নিহতের ঘটনার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্ক যখন নতুন উত্তেজনায় পৌঁছেছে। তারই জের ধরে সিন্ধু নদের পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি। এ প্রেক্ষাপটে পাল্টা কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, ‘সিন্ধু নদে হয় পানি বইবে, নাহয় ভারতীয়দের রক্ত।’

শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় পিপিপির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। পাকিস্তানের শীর্ষ দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

বক্তব্যে বিলাওয়াল ভুট্টো বলেন, ‘ভারত সিন্ধু নদ ডাকাতি করার চেষ্টা করছে। তারা যেন ভুলে না যায়—সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বসবাস করে। আমরা কখনোই এই নদের ওপর আমাদের দাবি ছেড়ে দেব না।’

তিনি আরও বলেন, ‘পেহেলগাম হামলার পর ভারত এক তরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। নরেন্দ্র মোদি সিন্ধুর উত্তরাধিকারের জন্য যতই চিৎকার করুন না কেন, প্রকৃত উত্তরসূরিরা এখনও পাকিস্তানের মাটিতে আছে।’

বিলাওয়াল আরও দাবি করেন, পাকিস্তান কিংবা আন্তর্জাতিক মহল কেউই মোদির যুদ্ধমুখী মনোভাব বা সিন্ধু নদ থেকে পানি সরিয়ে নেওয়ার হুমকি সমর্থন করবে না। তার ভাষায়, ‘কোনো ধরনের প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তুলে ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে এবং অবৈধভাবে সেই ঐতিহাসিক চুক্তি বাতিলের পথে হাঁটছে।’

উল্লেখ্য, এর আগে ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান, পাকিস্তানে ‘এক ফোঁটাও পানি’ প্রবাহিত হতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *