ইতালি থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেক্স :


কাতার সফর ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ এপ্রিল) ইতালির রোম বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন প্রধান উপদেষ্টা।

কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থানা সম্মেলনে যোগ দিতে গত ২১ এপ্রিল ঢাকা ছাড়েন তিনি। সেখানে চার দিনের সফর শেষে দেশে ফেরার কথা থাকলেও পোপ ফ্রান্সিসের আকস্মিক মৃত্যুতে কাতার থেকেই ভ্যাটিকান সিটির উদ্দেশে উড়াল দেন ড. ইউনূস।

শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। দুই ঘণ্টাব্যাপী এ আনুষ্ঠানিকতায় বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতারা যোগ দিয়েছিলেন।

অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং প্রার্থনা শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট ইয়াকভ মিলাতোভিচ, গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস অব লুক্সেমবার্গসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *