ইনজুরি সারাতে রাতেই ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক

চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। উন্নত চিকিৎসার জন্য তাকে এখন পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। রোববার (২৭ এপ্রিল) রাত আটটার ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগের কথা রয়েছে তার।

তাসকিনের ইংল্যান্ডে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

জানা যায়, আগামী ২৯ এপ্রিল তাসকিনের জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। পা ও গোড়ালির চিকিৎসার জন্য বিখ্যাত ক্যাল্ডার একজন অর্থোপেডিক সার্জন।

ইংল্যান্ডে তাসকিনের সঙ্গে থাকবেন দেবাশীষও। তবে তাসকিনের একদিন পর সোমবার (২৮ এপ্রিল) রাতে ইংল্যান্ডের রওনা দেবেন তিনি।

তাসকিনের চিকিৎসার তথ্য জানিয়ে দেবাশীষ জানান, ‘আগামী ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের অর্থোপেডিক সার্জন জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তার পরামর্শ অনুযায়ী পরের ধাপ অনুসরণ করা হবে। তাসকিনের সঙ্গে আমিও থাকব।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের জার্সিত তিনটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার। এরপর থেকেই গোড়ালির চোট নিয়ে মাঠের বাইরে অবস্থান করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *