অনলাইন ডেক্স :
প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার, সংগ্রাহক, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ ভোর ৫টা ৫০ মিনিটে বনানীর ইয়র্ক হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
এই শিল্পীর মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা।
তিনি বলেন, ‘আমাদের মুস্তাফা জামান আব্বাসী, উচ্চশিক্ষায় শিক্ষিত আপাদমস্তক একজন শিল্পী। যিনি কিনা কুরআন মজিদের বাংলা অনুবাদসহ নবীজি (সঃ) এর জীবনী ও আরও অনেক জ্ঞানগর্ভ বই লিখে গেছেন। বাংলাদেশের গানের ইতিহাস লিখতেন! বিটিভিতে তার কণ্ঠে আজানের উত্তর শুনতাম আর ভাবতাম এ কণ্ঠ বেহেশত থেকে আসছে।’
কনকচাঁপা আরও বলেন, ‘তার দুই কন্যা সামিরা ও শারমিনি- দুজনের সাথেই অন্তরঙ্গ সম্পর্ক আমার। কদিন আগে তাদের মা বিদুষী আসমা আব্বাসীজিও চলে গেছেন। আমি তাদের পুরো শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই। আল্লাহ যেন তাদের এই শোক সইবার শক্তি দেন।’
সবশেষে তিনি বলেন, ‘আমাদের দেশের অমূল্য রতন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই ব্যক্তিত্ব আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৯ বছর। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন, সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছেন বলাই বাহুল্য। দুপুর ১টায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে ওঁনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে..। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা করে নেয়ার অনুগ্রহ করুন।’
সংগীতে অবদানের জন্য ১৯৯৫ সালে মুস্তাফা জামান আব্বাসী একুশে পদকে ভূষিত হন।
তিনি ভাওয়াইয়া সম্রাট কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দিন আহমদের ছোট ছেলে। তার চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালি গানের শিল্পী।
তার বোন ফেরদৌসী রহমান উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী। বড় ভাই মোস্তফা কামাল ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি। মোস্তফা কামালের মেয়ে নাশিদ কামাল সুপরিচিত একজন নজরুল সংগীতশিল্পী।













Leave a Reply