রোমাঞ্চকর জয়ে ধবলধোলাই এড়াল বাংলাদেশ

অনলাইন ডেক্স :

ওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে শেষভাগে এসে রোমাঞ্চ ছড়িয়েছে বেশি। শেষ ওভারে হাতে ১ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৮ রান। ফারজানা ইয়াসমিনের প্রথম ৩ বল থেকে সফরকারীরা নিয়েছে ৩ রান। চতুর্থ বলে লিসা মোনালিসা লেগোদিকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ইতি টেনেছেন ফারজানা। ১৪ রানের জয়ে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ।

২৫৪ রানের লক্ষ্যে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার নিকোলে ক্লেয়ার ডি ক্লার্ক ও সিমওয়ান লওরেন্স দুর্দান্ত শুরু করেন। ১৫.২ ওভারে সফরকারীরা করে ফেলে কোনো উইকেট না হারিয়ে ৯৭ রান। ১৬তম ওভারের তৃতীয় বলে ক্লার্ককে ফিরিয়ে জুটি ভাঙেন ইশমা তানজিম। ৪৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪২ রান করেন ক্লার্ক।

উদ্বোধনী জুটি ভাঙার পর সাময়িক বেকায়দায় পড়ে দক্ষিণ আফ্রিকা। মুহূর্তেই ৩০.৩ ওভারে ৫ উইকেটে ১৫০ রানে পরিণত হয় সফরকারীরা। ক্লার্কের পর আরেক ওপেনার লরেন্সও বিদায় নিয়েছেন। ৬৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৮ রান করেন লরেন্স। সাময়িত চাপে পড়া দক্ষিণ আফ্রিকাকে এরপর আশার আলো খুঁজে পায় এলিজ মারি মার্ক্স ও ফায়ে টিউনিক্লিফের ব্যাটিংয়ে। ষষ্ঠ উইকেটে মার্ক্স-টিউনিক্লিফ গড়েন ৬৩ রানের জুটি। ৪৩তম ওভারের পঞ্চম বলে মার্ক্সকে ফিরিয়ে জুটি ভাঙেন ফুয়ারা বেগম।

৪৬ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেন মার্ক্স। তাঁর বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৪২.৫ ওভারে ৬ উইকেটে ২১৩ রান। এখান থেকেই খেই হারায় সফরকারীরা। ২৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে ২৩৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের স্বর্ণা আক্তার নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন সাবিকুন নাহার। একটি করে উইকেট নিয়েছেন ফুয়ারা, ফারজানা, আনিসা আকতার সুবা ও তানজিম। দক্ষিণ আফ্রিকার টেলএন্ডার ব্যাটার জিন্তলে লান্দেলা আফিউই কুলা হয়েছেন রানআউট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শারমিন সুলতানা। নির্ধারিত ৫০ ওভারে স্বাগতিকেরা করেছে ৮ উইকেটে ২৫৩ রান। তানজিমের ৫৭ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর। ৮৩ বলের ইনিংসে মেরেছেন ৬ চার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিগোমোতসো রাপু ৬ ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। তাঁর সমান ২ উইকেট পেয়েছেন ডেলমারি টাকার। একটি করে উইকেট পেয়েছেন গান্দি পাপামা লুমেলা জাফতা ও জিন্তলে লান্দেলা আফিউই কুলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *