এই পরিবর্তন শুধুমাত্র আল্লাহর জন্য : লুবাবা

অনলাইন ডেক্স :

শোবিজের চাকচিক্য ছেড়ে এবার অন্য পথে হাঁটছে আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। অনেকদিন ধরেই নিজেকে সে এনেছে ইসলামের ছায়াতলে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে তার এ পরিবর্তনের কথা তুলে ধরেছেন।

পোস্ট দিয়ে লুবাবা লিখেছেন, ‘আমার এই পরিবর্তন ১ বছরের মতো। আমি অনেক ভিডিওতে বলেছি, ‘দিস চেইঞ্জ জাস্ট ফর আল্লাহ’ মানুষ দেখানো না। আমি যেই ব্রান্ডগুলোর সাথে কাজ করি তারা জানেন, যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয়, আমি আগে নামাজ শেষ করি, তারপর কাজ।’

তার কথায়, ‘যেই ব্রান্ডগুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয় আমি জাস্ট ওইসব ব্রান্ডগুলো হয়েই কাজ করছি। আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করবো। যদি এটা না পারি আমি এই মিডিয়া থেকেও একদিন লেফট নিবো। আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নেক।’

শিশুশিল্পী আরও লিখেছেন, ‘আমি অনেক ছোট্ট একটি মেয়ে। এই আলো ঝলমলে লাইফ থেকে, আজ আমি নিজেকে অনেক চেইঞ্জ করেছি। কিন্তু গুটি কয়েক মানুষ আমার পিছনে লেগেই আছে। যখন যা মন চায় আমাকে নিয়ে মিথ্যে বলে। আমি সবসময় ইগনোর করে যাই। মাঝে মধ্যে বাধ্য হই কিছু লিখতে।’

লুবাবার ভাষ্যে, ‘তাও আমার ভুল হলে আমাকে মাফ করবেন। আর আমাকে প্লিজ আমার মতো হয়ে চলতে দিন। আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে ভালো আছি।’

শেষে বলেন, ‘ভুলে যাবেন না, এই দুনিয়া অস্থায়ী। একদিন আপনাকেও, আমাকেও, আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *