ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত নয়নে বিদায়

অনলাইন ডেক্স :

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হামলাকারীদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাযা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে শিক্ষক-সহপাঠী আর রাজনীতির সহযোদ্ধারা অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান। জানা গেছে, সাম্যকে তাঁর জন্মভূমি সিরাজগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বুধবার (১৪ মে) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সাম্যের শিক্ষক, শিক্ষার্থী ও দলীয় নেতা-কর্মীরা।

নিহতের বড় ভাই শরীফুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্ত শেষে ভাইয়ের মরদেহ আমি বুঝে নিয়েছি। সিরাজগঞ্জে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

ওইদিন সকালে শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন নিহতের বড়ভাই। এর আগে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। গত মঙ্গলবার (১৩ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *