আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানিদের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তারা বুদ্ধিমান মানুষ। অসাধারণ কাজ করে।’
মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। খবর সামাটিভির।
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। ‘
মার্কিন প্রেসিডেন্টের মতে, ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে সংঘাত তীব্রতর হচ্ছে। তিনি বলেন, ‘লড়াই বাড়ছে; সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘এরা (ভারত ও পাকিস্তান) ছোট শক্তি নয় – তারা প্রধান পারমাণবিক শক্তি। ‘
তিনি পাকিস্তানের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। যোগাযোগ চলছে। ‘
ট্রাম্প বলেন, ‘তারা (পাকিস্তান) আমাদের সাথে বাণিজ্য করতে চায়। ‘
তিনি স্বীকার করেন, পাকিস্তানের সঙ্গে মার্কিন বাণিজ্য সীমিত হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রয়েছে।













Leave a Reply