বেঙ্গালুরুতে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেক্স :

ভারতের বেঙ্গালুরুতে করোনায় আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের একটি বেসরকারি হাসপাতালে গত ১৭ মে তিনি মারা যান। তার মৃত্যুর পর কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

জানা গেছে, ওই ব্যক্তি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং ১৩ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুর পর রিপোর্ট পজিটিভ আসায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে, বিশেষ করে যখন সম্প্রতি কোভিড সংক্রমণ আবার কিছুটা বেড়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, কর্ণাটকে নতুন করে ৩৮টি কোভিড সংক্রমণের ঘটনা সামনে এসেছে, যার মধ্যে ৩২টি শুধু বেঙ্গালুরুতেই।

এছাড়া ভারতজুড়ে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

ইতিমধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে থানে জেলাতেও একজনের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। দেশজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ২৫০ ছাড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যগুলোকে চূড়ান্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
দিল্লি, হরিয়ানা, কেরালা, কর্ণাটক এবং অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট অনুসারে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ জন। যা গত তিন বছরের মধ্যে সর্বাধিক। স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানিয়েছেন, ‘সকলেই স্থিতিশীল ও পর্যবেক্ষণে রয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *