গাজীপুরে ‘কিশোর গ্যাং’ নেতা ইলিয়াসসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেক্স :

গাজীপুরের বাঘের বাজারের কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’ নেতা ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৩০ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটার দিকে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাঘের বাজার, মাস্টার বারী এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’-এর মূল হোতা ইলিয়াস মোল্লা ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইলিয়াস মোল্লার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আসামিদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সঙ্গে সরাসরি জড়িত ছিল। ইতিপূর্বে সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেয় ইলিয়াস। ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় ৪টি মামলা রয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত চাঁদাবাজ ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ভোরে তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *