উইন্ডিজ সিরিজ শেষ ইংলিশ পেসার ওভারটনের

অনলাইন ডেক্স :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হতে না হতেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। প্রথম ওয়ানডে খেলার সময় আঙুল ভেঙে গেছে দলটির পেসার জেমি ওভারটনের। ওয়ানডে সিরিজ তো বটেই, টি-টোয়েন্টির লড়াইয়েও তাকে পাবে না ইংলিশরা।

এজবাস্টনে গত বৃহস্পতিবার বোলিংয়ে এসেই আঙুলে ব্যথা পান ওভারটন। নিজের দ্বিতীয় ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজের ক্যাসি কার্টির নেওয়া শটে ফিরতি ক্যাচ নিতে গিয়েই বিপত্তি বাধান ওভারটন। বল লাগে তার কনিষ্ঠায়।

সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যান ৩১ বছর বয়সী ওভারটন। পরে তার ওভারটি শেষ করেন জ্যাকব বেথেল। প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে অবশ্য মাঠে ফেরেন ওভারটন। চমৎকার বোলিংয়ে ৫.২ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেটও নেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে হলো তাকে।

শুরুতে ধারণা করা হয়েছিল ওভারটনের আঙুলের হাড় নড়ে গেছে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় তার আঙুলে চিড় ধরা পড়ে। এখন ইংল্যান্ড দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন তিনি। ওয়ানডে দলে ওভারটনের বদলি হিসেবে কাউকে যোগ করেনি ইংল্যান্ড।

ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৪০০ রান করে ২৩৮ রানের বড় জয় পায় ইংলিশরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ রবিবার কার্ডিফে। তৃতীয়টি মঙ্গলবার ওভালে। আগামী শুক্রবার শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *