মায়ের জানাযাতেও আমাকে ভিসা দেয়নি পাকিস্তান : আদনান সামি

অনলাইন ডেক্স :

এক সময়ে পাকিস্তানের নাগরিক ছিলেন তিনি। এখন পুরোটাই ভারতীয়। বলিউড তাকে দিয়েছে তারকাখ্যাতি। ভারতীয় কোটি ভক্ত অনুরাগীর ভালোবাসায় সিক্ত তিনি।

বিপরীতে নিজের জন্মভূমি পাকিস্তান তাকে দিয়েছে তিক্ত অভিজ্ঞতা, এমনটাই জানিয়েছেন একাধিকবার। এমনকী মায়ের জানাযায় পাকিস্তান যেতে পারেননি এ গায়ক!

একাধিকবার গণমাধ্যমে পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আদনান সামি। ভারতের জনপ্রিয় শো ‘আপ কি আদালত’-এ এসে আদনান সামি জানান, ২০২৪ সালের অক্টোবরে যখন তার মা মারা যান, তখন তিনি পাকিস্তানে গিয়ে জানাযায় যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। আদনান বলেন, ‘ভারত সরকার তাৎক্ষণিকভাবে তার পরিস্থিতি বুঝতে পেরে তাকে সেদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল।

কিন্তু তিনি পাকিস্তানে ভিসার জন্য আবেদন করলে সেখান থেকে তার ভিসা প্রত্যাখ্যান করা হয়।’

২০১৬ সালে ভারতের নাগরিকত্ব দেওয়া হয় আদনান সামিকে। তাই পাকিস্তানে বসবাসকারী তার মায়ের জানাযায় তাকে অংশ নিতে দেওয়া হয়নি। তার ভিসা প্রত্যাখ্যান করে দেয় পাকিস্তান।

আদনান বলেন, ‘আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, কিন্তু ওরা সেটা প্রত্যাখ্যান করে দেয়। আমি বললাম, আমার মা মারা গিয়েছেন, কিন্তু তারপরও ওরা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াটসঅ্যাপ ভিডিওতে মায়ের জানাযা দেখেছি।’
সাক্ষাৎকারে আদনান আরও স্পষ্ট করে জানান, টাকার জন্য তিনি ভারতের নাগরিকত্ব নেননি।

অনুরাগীদের ভালোবাসাই তাকে ভারতে থাকতে বাধ্য করেছে। তিনি পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে এদেশে চলে এসেছেন। এখানে এসে সবকিছুই তাকে নতুন করে গড়ে তুলতে হয়েছে। তিনি বলেন যে একজন শিল্পীর ভালোবাসা প্রয়োজন এবং এই ভালোবাসার কারণেই তিনি ভারতে এসেছিলেন।

জন্মসূত্রে পাকিস্তানি আদনান সামি। যদিও ভারতীয় নাগরিক হওয়ার আগে তিনি কানাডার নাগরিক ছিলেন। তার বাবা পাকিস্তানি আর্মি সদস্য হিসাবে ভারতের বিরুদ্ধে লড়াই পর্যন্ত করেছেন। তবে ক্যারিয়ারে ভারতেই প্রথম জনপ্রিয়তা পান এ গায়ক। এরপর থেকেই ভারতেই বসবাস তার। তিনি আর দেশে ফেরেননি। ২০১৬ সালে মোদি সরকার আদনানকে ভারতের নাগিরকত্ব প্রদান করেন। তিনি পেয়েছেন ভারতের পদ্মশ্রী সম্মানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *