ইরানী দম্পতিকে মারধর করে মোবাইল বিদেশি মুদ্রা ছিনতাই, আটক-৪

নিজস্ব প্রতিবেদক

রংপুরে ঘুরতে আসা এক ইরানী দম্পতিকে আটক করে ব্যাপক মারধর এবং মোবাইল ও বিদেশি মুদ্রা ছিনতাই করে নেয় একটি চক্র। গতকাল সোমবার দুপুরে তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিন গনিরামপুর গ্রাম থেকে দুই ইরানী দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) এবং ইয়াজদানজো ইয়াসমিন (৫৭) কে উদ্ধার করে সেনাবাহিনী। এ ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঘনিরামপুর এলাকার রশিদুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), মোখছেদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৪৫), মৃত আবুল হোসেনের ছেলে রশিদুল ইসলাম (৪২) ও মেরাজুল ইসলাম (৩৮)।
উদ্ধার হওয়া ওই দুই ইরানি দম্পতি সেনাবাহিনীকে জানান, তারা রোববার ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন। পরে তারা বিদেশি হওয়ায় ভাড়া গাড়িতে গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করায় ভুল রাস্তায় দিয়ে তারাগঞ্জের কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনিরামপুর নামে একটি গ্রামে ঢুকে পড়েন। এরপর তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান। কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল, একটি হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেন। সেনাবাহিনী এই ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেন। এরপর সেনাবাহিনীর টহল দল ঐ এলাকা সার্চ করে বিদেশি নাগরিকদের খোয়া যাওয়া ডলার, ঘড়ি, মোবাইল ও পাসপোর্ট উদ্ধার করে। পরে সেনাবাহিনীর পেট্রোল দলের গাড়ি বহরের কড়া নিরাপত্তা দিয়ে দুই ইরানী নাগরিককে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাদেরকে নিরাপদে হোটেলে পৌঁছে দেয়।
রংপুর তারাগঞ্জের ক্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, সন্ত্রাসী ও দুষ্কর্মে যারা লিপ্ত এবং বিভিন্ন অপকর্ম করে যারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে চায় তাদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের অরজকতা সৃষ্টিকারীদেরকে সেনাবাহিনী বিন্দুমাত্র ছাড় দিবে না এবং যেকোন মূল্যে তা দমন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *