অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনে মুখ খুললেন শান্ত

অনলাইন সংস্করণ

টেস্ট ও ওয়ানডে সংস্করণের নেতৃত্ব নিজের কাঁধেই রাখতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু শ্রীলঙ্কা সফরের আগেই হঠাৎ ৫০ ওভারের সংস্করণের নেতৃত্ব হারান তিনি। এর পর থেকেই বিভিন্ন মাধ্যমে জানা গেছে, বোর্ডের এমন সিদ্ধান্তে খুশি নন শান্ত। শিগগির ছেড়ে দিতে পারেন টেস্ট সংস্করণেরও নেতৃত্ব। গল টেস্টের পর খবরটি আরও বেশি চাউর হয়েছে দেশের গণমাধ্যমে। তবে কলম্বোতে পৌঁছে আজ অনুশীলনের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। জানিয়ে দেন, আলোচনা হতে থাক। আপাতত কলম্বো টেস্ট নিয়েই মনোযোগী তিনি।

টেস্ট সিরিজ শেষেই সাদা পোশাকের নেতৃত্ব ছাড়ছেন শান্ত। এমন খবরের সত্যতা কতটুকু জানতে চাইলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এ মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’

গলে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি। ১৬তম অধিনায়ক হিসেবে এমন কীর্তির রেকর্ড। এমন ছন্দের পরও নেতৃত্ব ছাড়ার ভাবনা আসেনি জানিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না, এ মুহূর্তে এরকম কোনো কিছু পরিকল্পনা নেই।’

ভালো ইনিংসের পর অনেকে অবসর নেন, আবার অনেকে নেতৃত্ব ছাড়েন। শান্তর ক্ষেত্রে এমন কিছু হবে কি না প্রশ্নে তিনি বলেন, ‘ভালো খেলতে ভালো খেলে ছেড়ে দিতে হবে, মানুষকে দেখাতে হবে এরকমও না। আবার খারাপ খেললে করা যাবে না, এরকমও না। জিনিসটা হয়েছে যেটা দলের জন্য ভালো হবে, দলের ভালো কিছু হবে ওটাই করা হবে। তো এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো

বাইরের এসব আলোচনাকে ম্যাচের দিকে টেনে নিতে চাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক। আপাতত কলম্বো টেস্টেই মনোযোগ তার, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে খুব বেশি আলোচনা সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে। আমি আশা করব, এটা কীভাবে ভালো খেলা যায়, সেটা নিয়ে চিন্তা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *