রমেকে টিটেনাস সংক্রমণের কারণে আইসিইউ বন্ধ

অনলাইন ডেক্স :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে এক রোগীর শরীরে টিটেনাস সংক্রমণ হওয়ায় অন্যান্য রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। সংক্রমণ রোগীকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এসময় হাসপাতালের আইসিইউর সেবা বন্ধ রয়েছে।

সোমবার (২৩ জুন) রাত ৯ টার দিকে আইসিইউয়ের ইনচার্জ ডা. এবিএম মারুফ হাসান জানান, রোগীশূন্য আইসিইউ জীবানুমুক্ত করে পুনরায় রোগী ভর্তি করা হবে। ওয়ার্ড জীবানুমুক্ত না হওয়া পর্যন্ত নতুন আইসিইউতে সেবা চলবে রোগীদের।

ডিউটিরত ডাক্তার আব্দুল্লাহেল বারী জানান, আইসিইউতে ৯ বেডের মধ্যে ৯ বেডেই রোগী থাকে। এরমধ্যে একজনের মধ্যে টিটেনাস সংক্রমণ শনাক্ত হয়। এর আগে সার্জারি ওয়ার্ড থেকে রোগীটি সরাসরি আইসিইউতে ভর্তি হয়। টিটেনাস সংক্রমণ শনাক্তের পরপরই রোগীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। অন্য রোগীদের করোনার জন্য প্রস্তুত করা আইসিইউ বেডে নেওয়া হয়েছে। সেই সাথে যাদের অবস্থা একটু ভালো তাদের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। দুইজন রোগী এখনও ওয়ার্ডে আছে। তাদের অন্য কোথাও স্থানান্তর করা হবে।

এদিকে আইসিইউ ওয়ার্ডে টিটেনাস সংক্রমণ হওয়ার খবর জানাজানি হওয়ার পরপরই সংকটাপন্ন রোগীর পরিবারের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই হাসপাতাল থেকেই রোগীদের অবস্থা অনুযায়ী তাদের স্থানান্তর করা হয়।

আইসিইউ’র ইনচার্জ ডা. এবিএম মারুফ হাসান জানান, টিটেনাস সংক্রমণের কারণে এই মুহূর্তে আইসিইউ থেকে রোগী সরানো হয়েছে। রোগী শূন্য আইসিইউ জীবানুমুক্ত করে পুনরায় রোগী ভর্তি করা হবে। ওয়ার্ড জীবানুমুক্ত না হওয়া পর্যন্ত নতুন ভর্তি নেওয়া সম্ভব হবে না।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আইসিইউ ওয়ার্ড জীবানুমুক্ত হবে আশা করছি। এরপর পুনরায় রোগী ভর্তি করা হবে। ওয়ার্ড জীবানুমুক্ত না হওয়া পর্যন্ত করোনার জন্য প্রস্তুতকৃত আইসিইউতে সেবা চলবে রোগীদের। এতে কোন ধরনের সেবা বিঘ্নিত হবেনা বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *