অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

অনলাইন ডেক্স :

শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের লজ্জার হারের পর সংবাদ সম্মেলনে এসে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

হারের পর সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন, টেস্ট দলের নেতৃত্বে আর থাকতে চান না তিনি। এছাড়া বিসিবিকেও এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটেই অধিনায়কত্বের ভার পেয়েছিলেন শান্ত।

তবে সবকিছু গুছিয়ে নেওয়ার আগেই গত বছরই নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। বিসিবি তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে সে সিদ্ধান্ত থেকে তখন সরে আসেন, তবে টি-টোয়েন্টির দায়িত্বটা তখনই ছেড়ে দেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ শুরুর আগে হঠাৎ করেই তার ওয়ানডে অধিনায়কত্ব চলে যায় মেহেদী হাসান মিরাজের হাতে। সেই রদবদলের পর থেকেই গুঞ্জন ওঠে, টেস্ট নেতৃত্ব থেকেও বিদায় নিতে পারেন শান্ত।

শেষ পর্যন্ত সেটিই ঘটল।
পারফরম্যান্সের বিচারে অবশ্য অধিনায়ক হিসেবে শান্তের রেকর্ড চোখে পড়ার মতো। টেস্টে তার ক্যারিয়ার গড় যেখানে ৩২, সেখানে অধিনায়ক হিসেবে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ। এখন পর্যন্ত টেস্টে ৭ সেঞ্চুরি ও ৫ ফিফটির মধ্যে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি এসেছে নেতৃত্ব পাওয়ার পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *