মিরাজের নেতৃত্বে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ, যেমন হবে একাদশ

অনলাইন ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজে শুরুটা ভালো হলেও, শেষটা হয়েছে দারুণ বিপর্যয় দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর রঙিন পোশাকে নামছে বাংলাদেশ। আজ (বুধবার) থেকে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুপুর ৩টায় প্রথম ম্যাচ শুরু হবে। টেস্টের মতো ওয়ানডেতেও টাইগারদের ওপেনিং জুটি কেমন হবে সেই আলোচনা চলছে।

তানজিদ হাসান তামিমের সঙ্গে নাঈম শেখ নাকি পারভেজ হোসেন ইমনকে দেখা যাবে তা জানতে আর অল্প সময়ের অপেক্ষা। ধারণা করা হচ্ছে তানজিদ তামিম ও ইমনকেই বেছে নেবে দল। এ ছাড়া লিটন দাসকে দেখা যেতে পারে মিডল অর্ডারে। যেখানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও তার সঙ্গী হবেন। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় নিজেদের ব্যাটিংয়ে আসার সম্ভাবনা জানিয়েছিলেন।

এ ছাড়া একাদশে রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেতে পারেন স্পিনার তানভীর ইসলাম। কারণ অসুস্থতার কারণে গতকাল অনুশীলনেও ছিলেন না টাইগার স্পিন অলরাউন্ডার। এর বাইরে ওয়ানডে সিরিজ দিয়ে চোট কাটিয়ে ফেরার জোর সম্ভাবনা আছে পেসার তাসকিন আহমেদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ডানহাতি এই অভিজ্ঞ তারকার মাঠে নামা হয়নি। বাংলাদেশও এরপর আর ম্যাচ খেলেনি ওয়ানডে ফরম্যাটে।

আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ জিতলেই সুখবর পাবে বাংলাদেশ

‘রাজনৈতিক কারণে’ রোহিতদের বাংলাদেশ সফরে রাজি নয় ভারত সরকার

মুশফিক-মাহমুদউল্লাহ’র ব্যাটিং পজিশনে যাদের খেলাতে চান মিরাজ

এদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে (বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টসহ) ৫৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশে জিতেছে ১২টিতে। এ ছাড়া লঙ্কানরা জিতেছে ৪৩ ও বাকি ২টি ম্যাচে ফল আসেনি। ফরম্যাটটিতে দু’দল সিরিজ খেলেছে ১০টি। এর মধ্যে কেবল ২০২১ ও ২০২৪ সালে হওয়া সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে শ্রীলঙ্কার জয় ৬ সিরিজে ও দুটি ড্র হয়েছে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :  
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *