‘মুস্তাফিজকে সামলানো কঠিন’, বলছেন লঙ্কান ব্যাটার

অনলাইন ডেস্ক

বাংলাদেশ দলের হয়ে গেল কয়েক বছর ধরেই ডেথ ওভারে নিয়মিত নাম বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষেও ডেথ ওভারে ফিজ নিজের বোলিং জাদু দেখিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে ৭৮ রান করা জানিথ লিয়ানাগে ম্যাচ শেষে প্রশংসা করেছেন মুস্তাফিজের। শেষ তিন ওভারে লঙ্কানদের জয়ের জন্য দরকার ছিল ২৮ রান, এর মধ্যে ১১ রান তুলতেই তারা বাকি ২ উইকেট হারিয়ে গুটিয়ে যায়।

ম্যাচটিতে ব্যাটিং বিপর্যয়ে পড়া লঙ্কানদের শেষ পর্যন্ত জয়ের আশা দেখানো লিয়ানাগে বলেছেন, ‘আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা ভালো। সে আইপিএলে খেলে। অনেক অভিজ্ঞ বোলার। সে ভালো বোলার, সে জানে এই পিচে কীভাবে বল করতে হবে। তাকে সামলানো কঠিন ছিল। ফলে মুস্তাফিজকে কৃতিত্ব দিতেই হবে, যেভাবে সে বল করেছে সেজন্য।’ যদিও মুস্তাফিজ ম্যাচে একমাত্র লিয়ানাগের উইকেটটিই পেয়েছেন, ৮ ওভারে খরচ করেন ৫৬ রান।

লিয়ানাগের দাবি বাংলাদেশ ভালো খেলেছে, ‘আমার মনে হয় বাংলাদেশ অনেক ভালো বল করেছে। আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে ওভারের মাঝে। এসব মিলে তারা অনেক ভালো বল করেছে। ফলে তাদের কৃতিত্ব দিতেই হবে। আমরা কিছু ভুল করেছি অবশ্যই। এটা ভালো ম্যাচ ছিল। আমরা পাল্লেকেলের দিকে তাকিয়ে আছি, আশা করি সেই ম্যাচটা জিততে পারব।’

নিজের বলেই লিয়ানাগেকে তালুবন্দী করেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত টিকতে পারলে দল জিতত বলেও মনে করেন এই তরুণ ব্যাটার, ‘আমি কোচদের সঙ্গে বারবার কথা বলেছি যে এসব পরিস্থিতিতে কী করতে হবে। তারা একটা জিনিস বলেছেন, যদি বাকি ব্যাটাররা আউট হয় তাহলে আমি টিকে থাকতে পারব যে কি না বড় শট খেলতে পারে। আমি ভেবেছিলাম আমি শেষ পর্যন্ত টিকতে পারলে আমাদের সুযোগ ছিল।’

এ ছাড়া মুস্তাফিজকে সতর্ক থেকে ম্যাচে টিকে থাকার লক্ষ্য ছিল লঙ্কানদের। লিয়ানাগে বলেন, ‘আমরা চেষ্টা করছিলাম মুস্তাফিজের বিপক্ষে তেমন ঝুঁকি না নিয়ে বাকি ওভার থেকে রান বের করতে। তবে তা কাজে দেয়নি। দুষ্মন্ত চামিরা আমাকে দারুণভাবে সমর্থন করে গেছে। আমি টিকে থাকলে নিশ্চিত ম্যাচ জিততে পারতাম। দুশি (চামিরা) দারুণ খেলেছে, আমিই ভুল করে ফেলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *