ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান সফরে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল স্বাগতিকরা। এবার বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিরিজটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ না হলেও, দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতায় আয়োজন করা হয়েছে।

অনলাইন ডেক্স:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বুধবার (১৬ জুলাই) সকালে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।

সাম্প্রতিক পাকিস্তান সফরে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল স্বাগতিকরা। এবার বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিরিজটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ না হলেও, দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতায় আয়োজন করা হয়েছে।বাংলাদেশী রেস্টুরেন্ট

সিরিজে পাকিস্তান দলে থাকছেন না বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্রামে আছেন অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান এবং তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। এছাড়া ইনজুরির কারণে ছিটকে গেছেন হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও অলরাউন্ডার শাদাব খান।

ফলে এবারের সফরে পাকিস্তান দল অপেক্ষাকৃত তরুণ ও নতুন মুখ নিয়ে গঠিত। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন দুই তরুণ পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা। দলের নেতৃত্বে রয়েছেন মিডল-অর্ডার ব্যাটার সালমান আলী আঘা।

টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:

১ম ম্যাচ: ২০ জুলাই

২য় ম্যাচ: ২২ জুলাই

৩য় ম্যাচ: ২৪ জুলাই

সবগুলো ম্যাচই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সফর শেষে ২৫ জুলাই দেশে ফিরবে পাকিস্তান দল।

অনলাইনে টিকিট শেষ হলে স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথ থেকে অবশিষ্ট টিকিট সংগ্রহ করা যাবে।

সালমান আলী আঘা (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ফখর জামান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, হুসেইন তালাত, সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, হাসান নওয়াজ, আবরার আহমেদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, সুফিয়ান মোকিম, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া এই সিরিজে দুই দলের মধ্যে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *