পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে দেরির কারণ ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক

এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বিলম্ব হওয়ার ব্যাখ্যা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

বুধবার (২৩ জুলাই) সাংবাদিকদের শিক্ষা উপদেষ্টা বলেন, আমি নিজেই আপনাদের ডাকতাম এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আপনারা যখন এসেই পড়েছেন সেটি আপনাদের জানায়।

তিনি বলেন, আমরা মাইলস্টোন কলেজ পরিদর্শন শেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাই। সেখান থেকে আমরা বার্ন ইউনিটে যাই। সেখানে দেখলাম যতটুকু সম্ভব তারা সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন। রাত দশটা পর্যন্ত সেখানেই ছিলাম।

শিক্ষা উপদেষ্টা বলেন, যখন ঘরে ফিরছি তখন এই পরীক্ষার বিষয়টি সামনে আসলো। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক, আবার কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা পেছানো হোক। সেই প্রক্রিয়ায় প্রসেসের মাধ্যমে আমরা কয়েকজন উপদেষ্টার সঙ্গেও কথা হয়। এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না। হুট করে নেওয়ার এখতিয়ারও কারও নেই এককভাবে।

তিনি বলেন, যেটা করার জন্য একটা রোলডাউন করতে হয়, আবার পরীক্ষা না হলে রোলব্যাক করার একটা বিষয় রয়েছে। প্রশ্নপত্র চলে গিয়ে থাকলে এক বিষয় হবে। লোকাল প্রশাসনকে জানাতে হবে। এই বিষয়গুলো নিশ্চিত করেই নির্দিষ্ট সময়ে সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে এই বিষয় জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অনেকের মধ্যেই হয়তো একটা ধারণা হয়েছে, অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারতো। এই ধারণাটা মোটেও ঠিক না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *