নিজস্ব প্রতিবেদক :
পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষকরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় নগরীর লালকুঠি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক পত্রে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা চরম বৈষম্যমূলক। এই সিদ্ধান্তের ফলে সারা দেশের লক্ষাধিক কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঞ্চনার শিকার হবে।
তারা বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ভালো ফলাফল করেছে। হঠাৎ করে এই সুযোগ বন্ধ করে দেওয়া শিশুদের আত্মবিশ্বাস ও মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় বক্তারা অবিলম্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত পত্র বাতিল করে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে রংপুরের জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগের সভাপতি ড. মো. খায়রুল আনাম, মহানগর সভাপতি মো. জাহাঙ্গীর আলম, জেলা সভাপতি মো. আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংগঠনিক সচিব হুমায়ুন কবির রিপনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। তারা জানান, দাবি না মানলে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। আগামীতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।













Leave a Reply