একনেকে অনুমোদন পেল ঢাবির ২৮শ কোটির মেগা প্রকল্প

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন মেগা প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প ফেজ-১’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকালে ঢাবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাবেদ আলম মৃধা কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাবেদ আলম মৃধা বলেন, রোববার একনেকের ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এই মেগা প্রকল্প অনুমোদন পায়। একনেকের ১০ নাম্বার এজেন্ডার মধ্যে ছিলো এই প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

প্রকল্প অনুযায়ী, ২ হাজার ৮শ’ ৪১ কোটি ৮৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বেশ কিছু পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। প্রকল্পে প্রস্তাবিত ৪১টি বহুতল ভবনের মধ্যে রয়েছে আবাসিক শিক্ষার্থীদের জন্য ১৬টি হল ও ভবন, ৮টি একাডেমিক ভবন, আবাসিক হলগুলোতে আবাসিক শিক্ষকদের জন্য ৯টি আবাসিক ভবন, পুরনো ডাকসু ভবন ভেঙে ১২ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন, ৬তলা মেডিক্যাল সেন্টার, রেজিস্ট্রার বিল্ডিংয়ের একাংশ ভেঙে একটি ২০ তলা ও একটি চারতলা প্রশাসনিক ভবন নির্মাণ, চারতলা কেন্দ্রীয় মসজিদ নির্মাণ, গ্যালারি ও ডরমেটরি নির্মাণ, কেন্দ্রীয় খেলার মাঠের উন্নয়নসহ নানান নির্মাণ কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *