তাসকিনের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহার করলেন বন্ধু সৌরভ

অনলাইন ডেস্ক

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তার শৈশববন্ধু সিফাতুর রহমান সৌরভ। এর আগে অভিযোগ ৪৮ ঘণ্টার জন্য মুলতবি রাখার আবেদন করেছিলেন তিনি।

গত ২৮ জুলাই রাতে মিরপুরের সোনি সিনেমা হলের সামনে তাসকিন তাকে ডেকে নিয়ে ঘুষি মারেন ও হুমকি দেন, এমন অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সৌরভ। তবে তাসকিন শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেন।

পরে দুই পক্ষের পরিবারের উপস্থিতিতে বৈঠকে বসে বিষয়টি মীমাংসা হয় এবং মুচলেকা নেওয়ার পর অভিযোগ তুলে নেওয়া হয়।

তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তোলা বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।

সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে। অভিযোগ দেওয়ার পরে তাসকিন ও তার পরিবারের সঙ্গে কথা হয়।

তাসকিনের বাবা সম্পর্কের দিক থেকে আমার নানা হয়। আমাদের পরিবার থেকেও বসা হয়। আজকে (সমাধান হয়েছে)। যদি আগে সমাধান করা যেত তাহলে তখনই (শুরুতে) হত। তখন পরিস্থিতি ছিল না।

সৌরভের খালা ঝুমা খান জানান, ৪৮ ঘণ্টার সময় চাওয়া হয়েছিল, যা মুচলেকার মাধ্যমে সমাধান হয়েছে। অভিযোগ করা হয়েছিল তাসকিনের নিরাপত্তার জন্য, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

অভিযোগ ওঠার পর তাসকিন নিজেও বলেন, ‘এটি ভিত্তিহীন খবর। আমার সঙ্গে ঝগড়া হয়নি। সবাই গুজবে বিভ্রান্ত হবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *