এনসিপিকে ইঙ্গিত করে ইশরাক বললেন

আপনারা হিংসা-বিদ্বেষ ও অপরাজনীতি থেকে বেরিয়ে আসুন

অনলাইন ডেস্ক

নতুন বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে হিংসা-বিদ্বেষ ও অপরাজনীতির চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের প্রতি ইঙ্গিত করে এ আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক। ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে’ শিরোনামে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

সমাবেশে বক্তব্যে সরাসরি এনসিপির নাম না নিয়ে ইশরাক হোসেন বলেন, ‘আজ বর্তমান সরকার এবং তাদের নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। তাদের উদ্দেশে বলব, আপনারা হিংসা-বিদ্বেষ এবং একটি অপরাজনীতির চর্চা থেকে বেরিয়ে যে নতুন রাজনীতি এবং নতুন যে বাংলাদেশ…আপনারা সেই দিকে মনোযোগী হন। আপনারা ভিন্ন দলের সিনিয়র নেতাদের প্রতি কটূক্তি বন্ধ করেন। এটার জন্য ছাত্র-জনতা জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করেনি।’

দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য চব্বিশের গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘এই বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল মূলত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। সেটি করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি, ইনশা আল্লাহ। আমি সবাইকে বলব, নতুন বাংলাদেশে আমরা হিংসা-বিদ্বেষ এবং যে হিংসাত্মক রাজনীতি, তা বাদ দিয়ে আমরা একটা সুন্দর রাজনীতির চর্চা করি, যেখানে সবাই আমরা ধর্ম-বর্ণনির্বিশেষে সবার পাশাপাশি সহাবস্থান করে বসবাস করব এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা আমরা জনগণের হাতে ছেড়ে দেব। জনগণ ভোট দিয়ে যে রাজনৈতিক দলকে রাষ্ট্রক্ষমতায় আসীন করবে, সেই দলকে আমরা মেনে নেব।’

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, যাত্রাবাড়ী অঞ্চলে প্রায় ৮০ জন মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, তাদের বিষয়ে সরকারের পদক্ষেপ দেখা যায় না। ২০ জন রিকশাচালক জীবন দিয়েছে, অন্তত ৬ জন শিশু নিহত হয়েছে, ২৫-৩০ হাজার মানুষ আহত হয়েছে, তাদের সুচিকিৎসার ব্যাপারে সরকারের খুব একটা উদ্যোগ দেখা যায় না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব, রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *