‘আ. লীগ হারায় নাই, ১০ বছর পরেও ফিরবে’—ভারতীয় নম্বর থেকে ওসিকে প্রাণনাশের হুমকি

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় মোবাইল ফোন নম্বর থেকে বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় মোবাইল নম্বর (+৯১৭০৪৪৮০৪১৭৮) থেকে হোয়াটসঅ্যাপ কল ও মেসেজের মাধ্যমে তাকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান ওসি।

ওসি মোখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটি কল ও বার্তা আসে। এতে বলা হয় : ‘আওয়ামী লীগ হারায় নাই, আওয়ামী লীগ ১০ বছর পরেও ফিরবে।

বিষয়টা মাথায় রাখেন। দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। সমন্বয়ক-জামায়াত কেউ বাঁচাতে পারবে না, মাইন্ড ইট।’

কল রিসিভ করে কথা বলার পর ওসি হুমকিদাতাকে পরিচয় প্রকাশ করার আহ্বান জানালে জবাবে হুমকিদাতা বলেন, ‘সময়মতো সামনে এসেই পরিচয় দেব।’ এরপর ওসি নিজেই কল কেটে দেন।

ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *