রুদ্ধশ্বাস জয়ে সমতায় সিরিজ শেষ করলো ভারত 

অনলাইন ডেস্ক

১২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙার খুব কাছে গিয়েছিল ইংল্যান্ড। তবে তীরে এসে তরী ডুবিয়েছেন ইংলিশরা। ওভাল টেস্টে ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬৯ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। এতে ৬ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুভমান গিলের দল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করলো ভারত। 

শেষ দিনে জয়ের ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। হাতে ছিল ৪ উইকেট। তবে পঞ্চম দিনের শুরুতেই ৩ উইকেট হারায় ইংলিশরা। তাই স্বাগতিকদের বাঁচাতে ভাঙা কাঁধ নিয়েই ব্যাট করতে নামেন ক্রিস ওকস।

জয়ের জন্য ১৭ রান প্রয়োজন থাকতেই দলীয় ৩৫৭ রানে আউট হন জেমি ওভারটন। তার বিদায়ের পর শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন ওকস। অপরপ্রান্তে গ্যাস আটকিনসন লড়াই চালিয়ে যান। তবে জয় থেকে ৭ রান দূরে থাকতেই ২৯ বলে ১৭ রান করে আউট হন অ্যাটকিনসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *