নারী কেলেঙ্কারিতে চাকুরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

বেরোবি প্রতিনিধি :

রংপুরের “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিক স্কলারশিপ প্রোগ্রাম” প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে বহিষ্কার করা হয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলীকে। স্কলারশীপ প্রদানের কথা বলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আলাপচারিতার দায়ে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান ভিত্তিক সংস্থাটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জরুরি মিটিং ডেকে সংস্থাটি এই সিদ্ধান্ত গ্রহণ করে। শুক্রবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।

তিনি বলেন, তার (রহমত) বিরুদ্ধে নারী ঘটিত একটি অভিযোগ উঠার ভিত্তিতে সংস্থাটি কোর্স ইন্সট্রাক্টর পদ থেকে তাকে বহিষ্কার করেন। তারা মিটিং করেই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তার নিয়োগ, বেতন সব কিছুই সংস্থাটি বহন করে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রহমত আলীর একাধিক স্ক্রিনশট ফাঁস হয়। সেখানে দেখা যায় তিনি বলছেন, তোমার প্রতি আমার প্রবল আকর্ষণ, আই নিড ইউ, নরমালি ই আমার প্রেমিকাকেও আমি না ছুতে প্রতিজ্ঞ, জানি না তুমি কিভাবে নাও, আমি সত্যিই তোমাকে কামনা করি, আমার সাথে থাকবে তো ইত্যাদি অশালীন মেসেজ দিতে দেখা যায়।

এছাড়াও কোর্স ইন্সট্রাক্টর হলেও নিয়মিত ক্লাস না করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক শিক্ষার্থী জানান, তিনি ক্লাসের চেয়ে রাজনীতিতে অধিক সক্রিয়। সারাদিন বিভিন্ন প্রোগ্রাম এবং আন্দোলন নিয়েই ব্যস্ত থাকেন তিনি।

তার কোর্সের শিক্ষার্থী মো. রাসেল জানান, তিনি নিয়মিত ক্লাসে আসতেন না। যখন মন চাইতো আসত।

এ বিষয়ে জানতে রহমত আলীকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *