নুরের উপর হামলার প্রতিবাদ, জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

রায়হান পারভেজ নয়ন, নীলফামারী

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখতেই ধারাবাহিকভাবে গণ অধিকার পরিষদের নেতাদের ওপর হামলা চালানো হচ্ছে। এ হামলার সঙ্গে জড়িত রাজনৈতিক শক্তিগুলোকে আইনের আওতায় আনা না হলে দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে না।

বক্তারা আরও অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষার আন্দোলনকে দমন করার জন্য সরকার মদদপুষ্ট রাজনৈতিক দল জাপাকে ব্যবহার করছে। তাই অবিলম্বে দলটি নিষিদ্ধ করার দাবি জানান তারা।

গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ ও সদস্য আখতারুজ্জামান, গণ অধিকার পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র দপ্তর সম্পাদক সাদমান শাকিল।

সমাবেশে বক্তারা দেশব্যাপী নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন এবং গণ অধিকার পরিষদের প্রতি গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *