নির্বাচনি নথিপত্র ছিনিয়ে নিয়ে রাকসু কার্যালয়ে ছাত্রদলের তালা

প্রতিনিধি, রাবি
মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন রোববার সকালে নির্বাচনি নথিপত্র ছিনিয়ে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) অফিসে তালা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ভাঙচুর করা হয় কার্যালয়ের চেয়ার-টেবিল।

রোববার বেলা সাড়ে ৯টা থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের কর্মসূচিতে নির্বাচন কমিশন আজকে শেষ দিনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি।

মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে ছাত্রদলে পণ্ড রাকসুর নির্বাচনি কার্যক্রমমনোনয়নপত্র বিতরণের শেষ দিনে ছাত্রদলে পণ্ড রাকসুর নির্বাচনি কার্যক্রম
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গত কয়েকদিন কর্মসূচি পালন করছে। আজ মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করা অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবি করছি তবে তারা আমাদের দাবি মানছেই না। তারা রাকসুর ফি দিয়েছে কিন্ত তারা ভোটার হতে পারছে না। আমরা এই বৈষম্য নিরসন করেই কর্মসূচি শেষ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *