রংপুরে বন্ধনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শ্রীরামপুর (স্কুলপাড়া) এলাকায় প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধন (একটি স্বেচ্ছাসেবী সংগঠন)”-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগের দিন (২৯ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাগুলোর মধ্যে ছিল—হাড়িভাঙা, ঝুঁড়িতে বল নিক্ষেপ, লটারি, সেভেন আপ, বালিশ পাচার, গোল গোল ঘুরে বল মারা এবং কাবাডি। প্রতিটি খেলায় সংগঠনের সদস্যদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত। সবার উচ্ছ্বাস ও উৎসাহ অনুষ্ঠানকে আনন্দঘন করে তোলে। বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়।

৩০ আগস্ট সন্ধ্যা ৭টায় শুরু হওয়া মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রকিবুল ইসলাম রকি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আল-ইমরান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান গোলাপ ও সদস্য মোঃ মিনহাজুল ইসলাম পাপুল।

মোঃ হাবিবুর রহমান গোলাপ বলেন— “বন্ধনের কার্যক্রম শুধু সামাজিক উন্নয়ন নয়, তরুণদের সৃজনশীলতারও প্রকাশ ঘটিয়েছে। মানবতার কল্যাণে কাজ করার মানসিকতাই স্বেচ্ছাসেবার মূল শক্তি। বন্ধনের প্রতিটি সদস্য যেন এ আদর্শ ধরে রাখে।”

সভাপতি মোঃ রকিবুল ইসলাম রকি তার বক্তব্যে বলেন— “বন্ধন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের পরিবারের মতো। আমরা গত এক বছরে সামর্থ্য অনুযায়ী সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করেছি। রক্তদান, বৃক্ষরোপণ, ইফতার মাহফিল আয়োজন, সড়কবাতি স্থাপন, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিটি মুহূর্তে আমরা একসাথে ছিলাম। ভবিষ্যতে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ এবং মানবিক সেবার প্রতিটি ক্ষেত্রে বন্ধনের কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য—একটি দায়িত্বশীল, মানবিক ও সচেতন সমাজ গড়ে তোলা।”

অনুষ্ঠানে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে পূর্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *