ফল ঘোষণার আগে কোরআনের আয়াত, পরে যা লিখলেন জুমা

অনলাইন ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন প্রার্থী ফাতিমা তাসনিম জুমা বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৬৩১ ভোট। ফল ঘোষণার আগে, গত রাতে জুলাই আন্দোলনের এই পরিচিত মুখ ফেসবুকে কোরআনের একটি আয়াত শেয়ার করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি পবিত্র কোরআনের সুরা আর রহমানের এই আয়াত শেয়ার করেন।

আয়াতটি হলো ‘অতএব, তুমি তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?’

মুহূর্তেই তার এই পোস্টটি ভাইরাল হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৬ হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন প্রায় ৫ হাজার মানুষ। 
পরে আজ (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটে ফেসবুকে আরেকটি পোস্ট দেন জুমা।

সেখানে তিনি লিখেছেন, এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।

জুমা আরও লিখেছেন, যে পরীক্ষায় অবতীর্ণ করেছো তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন ও নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *