দাউদকান্দিতে অবৈধ চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, আটক ৮

অনলাইন ডেস্ক

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কো. লিমিটেডের গৌরীপুর অফিস। এ সময় মডেল থানা পুলিশ কারখানায় কর্মরত আট শ্রমিককে আটক করেছে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে আটক শ্রমিকদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। অবৈধ চুন কারখানার মালিকসহ ৮ শ্রমিকের বিরুদ্ধে রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটকরা হলেন- নেত্রকোনা জেলার আবুল কালাম (৩৫), দুলাল মিয়া (৩২)। আবু কালাম (৩৯), মো. সুহাগ মিয়া (৩০), মো. সুজন মিয়া (৪১), মো. চান মিয়া (৩৮), আ. লতিফ (৪০) ও সুনামগঞ্জ জেলার মাইদুল ইসলাম।
বাখরাবাদ গ্যাস কো. লিমিটেডের গৌরীপুর অফিসের ইনচার্জ আম্লান কুমার দত্ত জানান, গতকাল রবিবার গোপন তথ্যের ভিত্তিতে গৌরীপুর অফিসের টিম আমিরাবাদ বাস স্ট্যান্ড থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিম দিকে রাজিবের গ্যারেজ সংলগ্ন দাউদকান্দি, কুমিল্লা নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে দেখা যায়, সেখানে স্থাপিত বিজিডিসিএল এর ৪’ বিতরণ লাইন থেকে অবৈধভাবে দুটি সার্ভিস স্থাপন করা।মেইন লাইন আনুমানিক ৮০ ফুট দূরে একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে চুন উৎপাদন কাজ করাচ্ছে। অবৈধ চুন কারখানায় অভিযান পরিচালনাকালে মোট ১৩টি ফোকাস বার্নার পাওয়া যায়। এ গ্যাস বার্নার দিয়ে প্রতিদিন ৫০/৬০ হাজার টাকার গ্যাস সরকারের ক্ষতি সাধন হত।

অভিযান পরিচালনাকারী টিম উক্ত অবৈধ চুন কারখানায় কর্মরত মোট ৮ জন কর্মীকে আটক করে এবং পরবর্তীতে দাউদকান্দি থানায় পুলিশি হেফাজতের জন্য হস্তান্তর করে।পরে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বাদী হয়ে রাতে চুন কারখানার  মালিক কামাল উদ্দিন, সালাউদ্দিন, বোরহান উদ্দিন এবং নাসির উদ্দিনসহ ১৩ জনের নাম মামলা দায়েরের করেন।

দাউদকান্দি মডেল থানা ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, ‘অবৈধ ভাবে চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কালে ৮ জন শ্রমিক আটক করা হয়েছে। বাখরাবাদ গ্যাস কো. লিমিটেডের গৌরীপুর অফিস বাদী হয়ে একটা মামলা দায়েরের করেন। আটকদেরকে আজ সকালে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *