১৩ দিনে প্রবাসী আয় এলো ১৩০ কোটি ৬০ লাখ ডলার

অনলাইন ডেস্ক

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসী আয়ে এসেছে ১৩০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৯০০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসী আয় এসেছিল ১১৫ কোটি ডলার।

এ ছাড়া চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনের আয় আগের মাস আগস্টের একই সময়ের তুলনায়ও বেশি। আগস্টের প্রথম ১৩ দিনে প্রবাসী আয় হয়েছিল ১০৪ কোটি ১৯ লাখ ডলার।

ব্যাংকভিত্তিক হিসাবে দেখা যায়— রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ডলার।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ৮৭ লাখ ১০ হাজার ডলার।

দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ লাখ ৭০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, প্রবাসী আয় বৃদ্ধির এ ধারা চলমান থাকলে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *