ফকিরহাটে ইন্টারনেট আসক্তি থেকে উত্তরণে বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভা

অনলাইন ডেস্ক

ফকিরহাটে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি থেকে উত্তরণ ও বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করার লক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইন্টারনেটের আসক্তি কমিয়ে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ আলোচনাসভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শেখ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল রায় চৌধুরী, বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিমাই কৃষ্ণ দাস, মো. জিল্লুর রহমান, আলীজা সুলতানা, হালিমা খাতুন।

বসুন্ধরা শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখার সভাপতি অনিমেষ কুমার মজুমদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হালিমা খাতুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য সাথী বসু, পল্লব আচার্য, চিন্ময় মজুমদার প্রমুখ।

প্রধান অতিথি বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিবুর রহমান বলেন, ‘বর্তমান গ্লোবালাইজেশনের যুগে শিক্ষার্থীরা ইন্টারনেটের প্রতি আগ্রহী হয়ে উঠবে এটাই স্বাভাবিক কিন্তু অতিরিক্ত ইন্টারনেটে আগ্রহী হওয়া শিক্ষার্থীদেরকে আসক্তির দিকে নিয়ে যায়। সেখান থেকে উত্তরণের একমাত্র পথ হলো বই পড়া। বই পড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলা শরীরচর্চা ও বিভিন্ন ধরনের গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তাদের অবসর সময় কাটাতে পারে এবং সুস্থ স্বাভাবিক জীবন গড়তে পারে।’

বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল রায় চৌধুরী বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ এমন একটি প্ল্যাটফরম যেখানে মানুষের জন্য কাজ করা যায়।

গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করা যায়। শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।’
এ সময় বই পড়ার প্রতি আগ্রহী করার জন্য শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের বই বিতরণ করা হয় এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *