অনলাইন ডেস্ক
জয়পুরহাটের আক্কেলপুরে ফিলিং স্টেশন থেকে চুরি হওয়া সেই ট্রাকটি উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টম্বর) সকালে জয়পুরহাট সদরের একটি ফিলিং স্টেশন থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে আক্কেলপুর পৌর এলাকার ফিলিং স্টেশন থেকে ট্রাকটি চুরি হয়।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ট্রাক চালকরা ১৭ সেপ্টম্বর সকাল থেকে আক্কেলপুর ফিলিং স্টেশনে নিরাপত্তা জোরদার করার দাবিতে ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন।
পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তাদের দাবি আদায়ের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ট্রাক মালিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আক্কেলপুর ফিলিং স্টেশন চত্বরে রাখা মেসার্স রেখা এন্টারপ্রাইজের একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় ১৭ সেপ্টম্বর থানায় একটি চুরির মামলা করা হয়। পরে ১৮ সেপ্টম্বর ফোনের মাধ্যমে ট্রাক মালিক জানতে পারেন তার ট্রাকটি জয়পুরহাট শহরের উদয়ন ফিলিং স্টেশনের সামনে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।
ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে জানালে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ট্রাকের মালিক মশিউর রহমান বলেন, ‘আমার ট্রাকটি জয়পুরহাট থেকে উদ্ধার হয়েছে। বর্তমানে থানায় রয়েছে। তবে ট্রাকের দুটি রিংসহ চাকা, তেল এবং কিছু জিনিসপত্র নেই।
এর আগে বুধবার রাতে ফোনে আমার কাছ থেকে ট্রাক ফিরিয়ে দিতে ১ লাখ টাকা দাবি করা হয়েছিল।’
জয়পুরহাট শহরের উদয়ন ফিলিং স্টেশনের মালিক রওনকুল ইসলাম টিপু চৌধুরী জানান, রাতের বেলা কে বা কারা আমার ফিলিং স্টেশনের সামনে সড়কের পাশে ট্রাকটি রেখে গেছে তা জানি না। খবর পেয়ে সকালে পুলিশ এসে ট্রাকটি নিয়ে গেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত পক্রিয়ার মাধ্যমে ট্রাকটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।













Leave a Reply