ছাত্রদের ‘ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষে–বিপক্ষে প্রতিক্রিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তা নিয়ে বিএনপিসহ মূলধারার রাজনৈতিক দলগুলো এখনই পরিষ্কার কোনো মন্তব্য করতে চাইছে না। এ বিষয়ে দলগুলোর কারও কারও মধ্যে প্রশ্ন উঠেছে। তারা মনে করছে, ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। তা না করে হঠাৎ যে কোনো ঘোষণা বিভাজন তৈরি করবে। তবে কোন কোন দল ছাত্রদের ওই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল রোববার সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তারা আগামীকাল বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবে। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করেছেন। তাতে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে আখ্যায়িত করে এর ‘কবর’ রচনা করা এবং আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *