জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতেই “Draw the Line” আন্দোলনে যুক্ত হয়েছে StepUp 4 Tomorrow।

নিজস্ব প্রতিনিধি :

পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়া, যুবদের সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ন্যায্যতা দাবি করাই আমাদের মূল লক্ষ্য।
আমরা আয়োজন করছি সমাবেশ ও প্রতিবাদী কর্মসূচি।
রংপুর বিভাগের বিভিন্ন জেলায় তরুণদের নেতৃত্বে গড়ে তুলছি সচেতনতা ও প্রতিরোধ। StepUp 4 Tomorrow এর রংপুর বিভাগের বিভিন্ন জেলা শাখা গুলো এই ন্যায্যতা নিয়ে প্রতিবাদ ও সচেতনতা কর্মসূচি পালন করছে। সাথে স্থানীয় অনেক যুব সংগঠন গুলো আমাদের সাথে যুক্ত হয়ে এই আন্দোলন যুক্ত হোন।
কারণ আমরা বিশ্বাস করি—এই পৃথিবী আমাদের, আর তার ভবিষ্যৎ রক্ষায় আমাদেরই এখন লাইন টানতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *