অনলাইন ডেস্ক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর ও বালু লুট ঠেকাতে নৌকা চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী পর্যটকবাহী নৌকা ছাড়া আর কোনো নৌকা সাদাপাথরে চলাচল করতে পারবে না।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) মাইকিংয়ের মাধ্যমে এ নির্দেশনা প্রচার করা হচ্ছে। এদিকে উপজেলার ধলাই সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
তাদের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসনের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটন স্পট পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এর আগে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানীগঞ্জের ধলাই সেতুর আশপাশ থেকে বালু লুটে জড়িত থাকার অভিযোগে অন্তত ২০টি নৌকা জব্দ করা হয়েছে।
পরে উপজেলা প্রশাসন দ্রুত মাইকিং করে নতুন নির্দেশনা প্রচার করেছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। নিজের ফেসবুক পেজেও তিনি নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন। তিনি বলেন, ‘নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।
যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন খবরে শুক্রবার রাতে উপজেলা প্রশাসন টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। এই দুজন নিজেদের জায়গা দাবি করে বালু উত্তোলন করাচ্ছিলেন। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত ১ বছরের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ডাকঘর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে শফিক আহমেদ (৪০) ও মো. বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ কুদ্দুস (৩০)।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘ধলাই সেতুর পাশ থেকে নিজের জায়গা দাবি করে বালু উত্তোলন করায় ২ জনকে ১ বছর করে জেল দেওয়া হয়েছে। তাছাড়া সেতুর পাশ থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।’













Leave a Reply