অনলাইন ডেস্ক
নবায়নযোগ্য জ্বালানিই দেশের আমদানিনির্ভরতা কমানোর একমাত্র পথ—এ অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক আলোচনাসভায় বক্তারা বলেন, ‘জ্বালানি খাতের উন্নয়নের পাশাপাশি দুর্নীতি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকেই এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম।
স্বাগত বক্তব্য দেন ক্যাব খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এম নাজমুল আযম ডেভিড এবং ধন্যবাদ জ্ঞাপন করেন গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া।
সভায় জানানো হয়, বর্তমানে বাংলাদেশের শতকরা ৮৫ ভাগ জ্বালানি আমদানিনির্ভর। অথচ দেশের বিভিন্ন ভবনের ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে অন্তত তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। পাশাপাশি উপকূলীয় এলাকায় রয়েছে বায়ু ও পানির শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনা।
বক্তারা বলেন, প্রয়োজন শুধু সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয়টি ভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। এর মধ্যে ছিল ক্যাব প্রস্তাবিত ‘জ্বালানি রূপান্তর নীতি-২০২৪’, জীবাশ্ম ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি বাজারের সম্ভাবনা ও সীমাবদ্ধতা, জ্বালানি নিরাপত্তায় সরকারের অগ্রাধিকার, মূল্যহার নির্ধারণে ভোক্তার অধিকার এবং জ্বালানি সরবরাহে লুণ্ঠনমূলক ব্যয় ও মুনাফা প্রসঙ্গ।
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসময় আলোচনায় অংশ নেন, মিস নওশিন জাহান তাকিয়া, অনন্য হাবিব আকাশ, মিস সামিয়া আক্তার, এম আর বি ত্বাসিন, সাবাত মোস্তফা প্রথুন ও মিস নাজিফা তাজনুর।
এনার্জি সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী মিজ. আদ্রিতা আনোয়ার ও মিজ. ফাতিন ইসলামের সঞ্চালনায় এসময় মুক্ত আলোচনায় অংশ নেন, খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক, নির্বাহী কমিটির সদস্য শেখ দিদারুল আলম, পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি অ্যাড. কুদরত-ই-খুদা, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সোহরাব হোসেন, নিউজ টুয়েন্টি ফোর-এর খুলনা প্রতিনিধি মাকসুদ আলী এবং দৈনিক খুলনার মেহেদী হাসান।
বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি শুধু জ্বালানি সংকট মোকাবিলায় নয়, দেশের অর্থনীতিকে স্বনির্ভর করার ক্ষেত্রেও বড় অবদান রাখতে পারে। এজন্য প্রয়োজন দুর্নীতি রোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টা চালানো।













Leave a Reply