‘পাকিস্তানের খেলা দেখা কঠিন’—বললেন ওয়াসিম আকরাম

অনলাইন ডেস্ক

পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম স্বীকার করেছেন, ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা দেখা তার জন্য কঠিন হয়ে গেছে। তিনি বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে ভারত সব দিক থেকে পাকিস্তানকে ছাপিয়ে গেছে।’ এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে পাকিস্তানের হারের পর এই মন্তব্য করেন আকরাম।

ব্যাটিংয়ে ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ১৭১ রান করতে সমর্থ্য হয় পাকিস্তান।

পরে ভারতের ওপেনিং জুটিতে অভিষেক শর্মা ও শুভমান গিল মাত্র ৯.৫ ওভারে ১০৫ রান যোগ করলে ভারতের জয় প্রায়ই নিশ্চিত হয়ে যায়।
আকরাম বলেন, ‘ভারতের এবং পাকিস্তানের মধ্যে এত বড় পার্থক্য দেখতে খুব কষ্ট হচ্ছে। একজন সাবেক খেলোয়াড় হিসেবে জেতা-হারা বোঝা যায়। কিন্তু গত চার-পাঁচ বছর ধরে ভারত সব দিক থেকে আমাদের ছাপিয়ে গেছে।
ট্যালেন্ট, গভীরতা সব কিছুতেই তারা অসাধারণ। কোনো ম্যাচে এক-দুইটি ক্যাচ হাতছাড়া হতে পারে, সেটি ঠিক আছে। কিন্তু প্রথম ১০ ওভারে ৯১ রান থেকে আমরা ২০০ অতিক্রম করতে ব্যর্থ হলে আর কিছু বলার থাকে না।’
আরো পড়ুন
ফখর জামানের আউট নিয়ে বিতর্কে মুখ খুললেন সালমান আঘা
ফখর জামানের আউট নিয়ে বিতর্কে মুখ খুললেন সালমান আঘা
আকরাম বিশেষভাবে হতবাক ছিলেন পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের কমেডি ধরনের আউট দেখে।
ম্যাচে ভারতের কিছু হাতছাড়া ক্যাচ পাকিস্তানকে স্বস্তি দিয়েছিল, কিন্তু ১৯তম ওভারে নেওয়াজের রান-আউট পুরো পরিস্থিতি বদলে দেয়।
ঘটনাটি ঘটে যখন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা বলটি স্কোয়ার লেগে বরুণ চক্রবর্তীর দিকে খেলেন। বোলার জসপ্রিত বুমরাহ বল ধরে রাখার নির্দেশ দিলেও চক্রবর্তীর সরাসরি থ্রো চেষ্টা ব্যর্থ হয়। পরে বল অধিনায়ক সুর্যকুমারের হাতে গেলে তিনি লক্ষ্য করেন নেওয়াজ ধীরে ধীরে ক্রিজে ফিরে আসছেন। দ্রুত বল ছুঁড়ে স্টাম্পে আঘাত করেন, এবং নেওয়াজ আউট হন।

এই মুহূর্তটি পাকিস্তানের জন্য বড় ভুল হিসেবে ধরা হয়েছে। কোচ মাইক হেসনের মুখেও হতাশা স্পষ্ট দেখা যায়। সম্প্রচার চলাকালীন হতাশ আকরাম মন্তব্য করেন, ‘অবিশ্বাস্য। আমি সত্যিই কিছু বলতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *