অনলাইন ডেস্ক
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোড়না-বিনশিরা গ্রামের কাঁচা রাস্তা ধরে এগোলে দূর থেকেই চোখে পড়ে একতলা টিনশেডের একটি মাটির ভবন, সেটিই বিনশিরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা। ১৯৭৭ সালে গ্রামের কিছু উদ্যোগী মানুষের প্রচেষ্টায় যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। নানা সীমাবদ্ধতা থাকলেও আশপাশের শত শত শিশু প্রতিদিন সকালে বই হাতে এখানে আসে পড়তে।
সম্প্রতি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল।
খেলাধুলার এমন উপহার পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে ওঠে উচ্ছ্বাস ও আনন্দ। শিক্ষার্থীরা বলে, স্যার, এখন আমরা খেলতেও পারব। ফুটবল আমাদের খুব পছন্দের খেলা। এখন মাঠে খেলা জমে উঠবে।
বসুন্ধরা শুভসংঘের জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত জরুরি। বসুন্ধরা শুভসংঘ সবসময় এ ধরনের ভালো কাজের সঙ্গে থাকবে। মাদ্রাসার প্রধান শিক্ষক মো. নওয়াজ হোসেন জানান, সরকারি সহায়তা না পেলেও আমরা শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করছি। চকের অভাব, বেঞ্চ-ডেস্ক সংকট সব সামলে পথচলা অব্যাহত রেখেছি।
আজকের উপহার শিক্ষার্থীদের মনোবল বাড়াবে, ওদের মুখে হাসি ফুটিয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, আমরা চাই এই মাদ্রাসাটিও একদিন এমপিওভুক্ত হোক, যাতে শিক্ষকরা নিশ্চিন্তে পাঠদান করতে পারেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহজাহান আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আম্মার হোসেন, প্রচার সম্পাদক আরমান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, সাধারণ সদস্য রওশন আরা রিফাহ ও ফাহমিদা রোশনি প্রমুখ।














Leave a Reply