অনলাইন ডেস্ক
বেতন বৃদ্ধির দাবিতে পরিবহনের কর্মচারীদের কর্মবিরতিতে নাটোর থেকে ঢাকাগামী প্রায় সব বাস চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প উপায়ে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে অনেককে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল মজিদ।
জানা গেছে, সোমবার সকাল থেকে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও কেটিসির কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। শুধু একতা পরিবহনের বাসগুলো ছেড়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুধু নাটোরে পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ঢাকার সাথে বাস চলাচল বন্ধ রয়েছে।
দেশ ট্রাভেলসের গাড়িচালক আসাদ জানান, চাপাই থেকে ঢাকা যাওয়া এবং আসায় আমাদের দেয় ১ হাজার ৩৫০ টাকা, আমাদের দাবি ২ হাজার ২০০ টাকা।
খোরাকী দেয় ৭০ টাকা আমাদের দাবি ১০০ টাকা; হোটেল খরচ দেয় ১০০ টাকা কিন্তু আমাদের লাগে ২৪০ টাকা। কর্তৃপক্ষকে আমাদের দাবিগুলো মেনে না নেওয়ায় আমরা ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু দাবি মেনে না নেওয়ায় আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
বাস টার্মিনালে উপস্থিত শ্রমিকরা জানান, তারা বাস চলাচল বন্ধ করেননি। তারা কর্মবিরতি পালন করছেন।
রাজশাহী পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আমরা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। কিন্তু তারা বর্তমান বেতনের প্রায় দ্বিগুণ বেতন দাবি করছে। কিন্তু মালিক পক্ষ এতে রাজি নয়।
তাই সমাধান হয়নি। তবে এ কয়েকটি ছাড়া অন্য কোম্পানির বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে নাটোর শহরের বড় হরিশপুর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সেখানে অনেক যাত্রী ঢাকায় যাওয়ার জন্য টার্মিনালে এসেছেন। কিন্তু বাস না পেয়ে তারা বিপাকে পড়েছেন। অনেকে বিকল্প উপায়ে ঢাকা যাচ্ছেন।













Leave a Reply