অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ লঙ্ঘনের অভিযোগে এনামুল হকের মেডিসিন প্লাস ফার্মেসি, জুবায়ের আহমেদের প্রাইম মেডিসিন ফার্মেসি এবং মনির হোসেনের সোনারগাঁ ফার্মেসিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এই আইনের অধীনে ওষুধের মান, সংরক্ষণ, বিক্রয় এবং লাইসেন্স সংক্রান্ত বিধি-বিধান কঠোরভাবে পালন করা বাধ্যতামূলক।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন মো. সাইফুল্লাহ মাসুদ।
ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ওষুধ বিক্রির আহ্বান জানান এবং সতর্ক করেন যে আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে আড়াইহাজার ও গোপালদী বাজারের বেশ কিছু ফার্মেসি দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, ওষুধের মান, সংরক্ষণ ও বিক্রিতে সঠিক লাইসেন্স নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত তদারকি চলবে।














Leave a Reply