ভয়-ভীতি থেকে সুরক্ষায় যে দোয়া পড়ব

অনলাইন ডেস্ক

একজন মুসলিম ঘুমন্ত বা সজাগ যেকোনো সময় ভয়-ভীতিতে আক্রান্ত হতে পারেন। রাসুল (সা.) ভয়-ভীতি ও শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তির জন্য বিভিন্নজনকে এই দোয়াটি পড়তে বলেছেন-

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ : ‘আউযু বিকালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়ামিন হামাযাতিশশায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন’।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাই, তাঁর ক্রোধ থেকে ও শাস্তি থেকে এবং তাঁর বান্দাদের অনিষ্টতা থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে।
আবদুল্লাহ বিন আমর বিন আস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) ভয়ার্ত ব্যক্তিদের এই দোয়া শেখাতেন।

(আবু দাউদ, হাদিস : ৩৮৯৩, তিরমিজি, হাদিস : ৩৫২৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *