অনলাইন ডেস্ক
হামাসের সশস্ত্র শাখা রবিবার দাবি করেছে, তারা দুই ইসরায়েলি জিম্মির সঙ্গে যোগাযোগ হারিয়েছে। এ কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা সিটির একাংশ থেকে সাময়িক সরে যেতে ও বোমাবর্ষণ বন্ধ করতে আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এক বিবৃতিতে ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেড লিখেছে, ‘দুই জিম্মির জীবন এখন বাস্তব ঝুঁকিতে রয়েছে। তাই (ইসরায়েলি) বাহিনীকে অবিলম্বে স্ট্রিট ৮-এর দক্ষিণে সরে যেতে হবে এবং আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আকাশপথের অভিযান স্থগিত রাখতে হবে, যাতে তাদের উদ্ধার প্রচেষ্টা চালানো যায়।
এর আগে হামাস জানায়, গত ৪৮ ঘণ্টায় গাজা সিটির দক্ষিণাঞ্চলের দুটি এলাকায় ইসরায়েলি সেনা অভিযানের কারণেই তাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে গেছে। ঐ এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা বাড়িয়েছে।
হামাস অতীতে একবার জানিয়েছিল, তারা এক ইসরায়েলি-আমেরিকান জিম্মির সঙ্গে যোগাযোগ হারিয়েছে। তবে কিছুদিন পর ওই বন্দিকে মুক্তি দেওয়া হয়।
গাজা সিটিতে হামলা শুরু করার পর থেকেই ইসরায়েলি সেনারা বারবার ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যেতে বলছে।
এদিকে জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা সত্ত্বেও তারা হামাসের বিরুদ্ধে লড়াই ‘শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে।’
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলা থেকে গাজার যুদ্ধের সূচনা হয়। ওই হামলায় ইসরায়েলি পক্ষের এক হাজার ২১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।
সেদিন ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল। এদের মধ্যে এখনও ৪৭ জন গাজায় আটক আছেন, যাদের মধ্যে ২৫ জনের মৃত্যুর বিষয়টি ইসরায়েলি সেনারা নিশ্চিত করেছে।
প্রতিশোধমূলক অভিযানে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার জন নিহত হয়েছেন—যাদের বেশিরভাগই বেসামরিক।
















Leave a Reply