অনলাইন ডেস্ক
সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করলে ভৌগোলিক অবস্থান হারাতে হবে বলে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ভারত। এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘পাকিস্তান যদি মানচিত্রে নিজের স্থান ধরে রাখতে চায়, তবে তাকে রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।’
রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ‘ভারতীয় সেনারা এইবার কোনো সংযম দেখাবে না।
তিনি ইঙ্গিত করেছেন, ইসলামাবাদ সন্ত্রাস রপ্তানি বন্ধ না করলে ‘অপারেশন সিঁদুরের’ দ্বিতীয় সংস্করণ বেশি দূরে নয়।
তিনি বলেছেন, ‘এইবার আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম দেখিয়েছিলাম, তা বজায় রাখব না। এইবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবাবে, সে ভূগোলে নিজের স্থান ধরে রাখতে চায় কি না। পাকিস্তান যদি ভূগোলে নিজের স্থান ধরে রাখতে চায়, তবে তাকে রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।
তিনি সেনাদেরও প্রস্তুত থাকতে বলেছেন। তিনি বলেন, ‘যদি ঈশ্বর চান, শিগগিরই তোমরা একটি সুযোগ পাবে। শুভকামনা।’
এর আগে একই দিনে বিমানবাহিনী প্রধান এপি সিংয়ের বক্তব্যের পর জেনারেল দ্বিবেদীর হুঁশিয়ারি এলো।
বক্তব্যে যেখানে এপি সিং বলেন, মে মাসে অপারেশন সিঁদুর চলাকালে ভারতীয় সেনারা পাকিস্তানের চার থেকে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি এফ-১৬ ও চীনের জেএফ-১৭ও রয়েছে।
তিনি আরো বলেন, ‘ভারত অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া সন্ত্রাসী আস্তানার প্রমাণ বিশ্বকে উপস্থাপন করেছে। ভারত তা না করলে পাকিস্তান সত্য লুকিয়ে রাখত।’
















Leave a Reply