পঞ্চগড়ে বিএনপি’র ‘ঘরে ঘরে জনে জনে’ওয়ার্ড ভিত্তিক কর্মসূচিতে -ব্যারিস্টার নওশাদ জমির

সাইয়্যেদ শান্ত, পঞ্চগড়

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি পঞ্চগড়ে সাড়া ফেলেছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নেতৃত্বে এ কর্মসূচি অব্যাহত রয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) পঞ্চগড় পৌরসভার ৫ নং ওয়ার্ডে কামাতপাড়া তুলারডাঙ্গায় সারাদিন সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার নওশাদ। এর আগে,গত রবিবার পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

এই কর্মসূচির আওতায় বিএনপির ৩১ দফা পরিকল্পনা ও রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নযোগ্য অঙ্গীকারগুলো তুলে ধরা হচ্ছে জনগণের সামনে।

জেলা বিএনপি যুগ্ন আহবায়ক এম এ মজিদ ও দলীয় সূত্রে জানা গেছে,কর্মসূচি বাস্তবায়নে ১৯টি টিম গঠন করা হয়েছে, যা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।

এ বিষয়ে ব্যারিস্টার নওশাদ বলেন,গত ১৭ বছর আমরা সাধারণ মানুষের কাছাকাছি যেতে পারিনি। এবার ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের দুয়ারে যাচ্ছি, তাদের সমস্যাগুলো জানছি এবং আমাদের কর্মসূচি তাদের সামনে তুলে ধরছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *