গাজা ইস্যুতে ‘বিশেষ কিছুর’ ইঙ্গিত ট্রাম্পের

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার মধ্যপ্রাচ্য সংকট সমাধানে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের আগের দিন ট্রাম্প বলেন, ‘সবাই একসঙ্গে বিশেষ কিছুর জন্য প্রস্তুত।’
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফরমে লেখেন, ‘আমাদের কাছে মধ্যপ্রাচ্যে মহত্ত্ব অর্জনের বাস্তব সুযোগ রয়েছে। সবাই প্রথমবারের মতো বিশেষ কিছু করতে একমত।

আমরা এটি সফলভাবে সম্পন্ন করব!’
এর আগে শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আমাদের গাজার বিষয়ে একটি সমঝোতা হয়েছে।’

সেই দিন জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা রুখে দেওয়ার অঙ্গীকার করেন এবং হামাসের বিরুদ্ধে ‘কাজ শেষ না হওয়া পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। এর কয়েক দিন আগেই ব্রিটেন, ফ্রান্সসহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

সোমবার নেতানিয়াহুর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সবচেয়ে ভয়াবহ হামলা চালায়, যাতে এক হাজার ২১৯ জন নিহত হন—এদের বেশির ভাগই ছিলেন বেসামরিক নাগরিক। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত দিন হিসেবে বিবেচিত। সেদিন ২৫১ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল। এদের মধ্যে এখনও ৪৭ জন গাজায় আটক আছেন, যাদের মধ্যে ২৫ জনের মৃত্যুর বিষয়টি ইসরায়েলি সেনারা নিশ্চিত করেছে।
প্রতিশোধমূলক ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার জন নিহত হয়েছে—যাদের বেশির ভাগই বেসামরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *