অনলাইন ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ, শিশুসহ ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
আটকদের মধ্যে ছয়জন নারী, পাঁচজন পুরুষ ও চারজন শিশু রয়েছে। তারা মুন্সীগঞ্জ, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও খুলনা জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীন বাঘাডাংঙ্গা কুমিল্লাপাড়া বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতে অনুপ্রবেশের সময় ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। এ ছাড়া বেনীপুর ও সামন্তা বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।
















Leave a Reply