মুন্সীগঞ্জের মেঘনায় বাল্কহেডের ধাক্কায় জেলে নৌকাডুবি, নিখোঁজ ১

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ছয় জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবে গেছে। আশপাশের নৌযানের সহযোগিতার পাঁচ জেলে তীরে উঠতে পারলেও মোহাম্মদ শরীফ (৩২) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সোনারগাঁও উপজেলার চরহোগলা বালুরঘাটের কাছে মেঘনা নদীতে ঘটনাটি ঘটে।

৯৯৯ থেকে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরিদল অভিযান শুরু করেছে। নিখোঁজের স্বজনরা নদী তীরে অপেক্ষা করছেন। ব্যক্তিগত উদ্যোগে গ্রামবাসীও নিখোঁজকে খুঁজছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পানির গভীরতা বেশি এবং স্রোত রয়েছে।
ডুররিদল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিখোঁজ শরীফ শহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *